বর্ধমানের হোটেলে ভয়ংকর কাণ্ড, কীভাবে চলত মধুচক্রের আসর?
June 12, 202510:28 am

বর্ধমান শহরের উপকণ্ঠে নবাবহাটে একটি হোটেলে নাবালিকা সহ যুবতীদের আটকে রেখে যৌন শোষণের এক ভয়াবহ চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। মঙ্গলবার জাতীয় সড়কের ধারের ওই হোটেল থেকে এক নাবালিকা এবং চারজন মহিলাকে উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে যে, দীর্ঘদিন ধরে এই হোটেলে মধুচক্রের আসর বসানো হচ্ছিল, যা তদন্তকারীদেরও হতবাক করে দিয়েছে।
ডিএসপি হেডকোয়ার্টার দেবাশিস চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে বর্ধমান মহিলা থানার পুলিশ হোটেলের ম্যানেজার সহ চারজনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে পকসো আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, টাকার বিনিময়ে বিভিন্ন জায়গা থেকে মেয়েদের এনে অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন যৌন শোষণ চালানো হতো। হোটেল থেকে নগদ ৩৮,৩০০ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।