সপ্তাহের শেষে দুর্ভোগ! শিয়ালদা শাখায় বাতিল ৫৬ ঘণ্টার ট্রেন, বিপাকে নিত্যযাত্রীরা
June 12, 202510:49 am

আগামী শুক্রবার থেকে টানা ৫৬ ঘণ্টা শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য পূর্ব রেল এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শিয়ালদহ-শান্তিপুর, রানাঘাট-শান্তিপুর, রানাঘাট-কৃষ্ণনগর এবং শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার বহু ট্রেন চলাচল ব্যাহত হবে। যাত্রীদের ব্যাপক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে শিয়ালদহ-শান্তিপুর, রানাঘাট-শান্তিপুর এবং রানাঘাট-কৃষ্ণনগর শাখার একাধিক আপ ও ডাউন লোকাল। এছাড়াও কিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে, যেমন ৩১৫১২ ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল এবং ৫৩১৭২ ডাউন লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার। এই পরিস্থিতিতে যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থার কথা ভাবার আবেদন জানানো হয়েছে।