প্রধানমন্ত্রীর হাতে ৫,৫৩৬ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, বদলে যাচ্ছে গুজরাটের চিত্র!

গান্ধীনগর, ২৭ মে (হিন্দুস্তান সমাচার)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার গান্ধীনগরের মহাত্মা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন, যেখানে ২০০৫ সালে শুরু হওয়া নগর উন্নয়ন বর্ষের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়। এই উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি নগর উন্নয়ন, স্বাস্থ্য এবং জল সরবরাহ সম্পর্কিত একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নগর উন্নয়ন বিভাগ, সড়ক ও ভবন বিভাগ, জলসম্পদ বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং রাজস্ব বিভাগের জন্য মোট ৫,৫৩৬ কোটি টাকার প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে নগর উন্নয়ন বিভাগের অধীনে জামনগর, সুরাট, আহমেদাবাদ, গান্ধীনগর এবং জুনাগড় শহরের ১,৪৪৬ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী ১,৩৪৬ কোটি টাকার নগর উন্নয়ন কাজ এবং আহমেদাবাদে ১,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সবরমতী রিভারফ্রন্ট ফেজ-৩-এর শিলান্যাস করেন। এছাড়াও, প্রধানমন্ত্রী মোদি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ১,০০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২২ হাজারেরও বেশি আবাসন ইউনিটের উদ্বোধন করেন। তিনি স্বর্ণিম জয়ন্তী মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন যোজনার অধীনে গুজরাটের নগর স্থানীয় সংস্থাগুলিকে ৩,৩০০ কোটি টাকাও প্রদান করেন। এই অনুষ্ঠানে রাজ্যপাল আচার্য দেবব্রত, কেন্দ্রীয় নগর আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী গান্ধীনগর থেকে নগর উন্নয়ন বর্ষ ২০২৫, গুজরাটের নগর উন্নয়ন পরিকল্পনা এবং রাজ্য স্বচ্ছ বায়ু কর্মসূচির সূচনা করেন।