বিশ্ব কূটনীতির নতুন চাল, ভারত কি তিন পরাশক্তির মাথাব্যথার কারণ?

আন্তর্জাতিক কূটনীতির ময়দানে ভারত একের পর এক চালে আমেরিকা, চীন ও রাশিয়াকে অপ্রস্তুত করে তুলেছে। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের সাম্প্রতিক পরিবর্তন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, রাশিয়া ও ভারতের যৌথ কৌশলে আমেরিকা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। এর ফলস্বরূপ চীনের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমেরিকার আর কোনো উপায় নেই। দ্রুত বিশ্বশক্তি হিসেবে ভারতের উত্থান আমেরিকা ও চীনের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারত সন্ত্রাসবাদ ও পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে চীনকে সরাসরি মোকাবিলা করতে প্রস্তুত। একই সময়ে, চিরন্তন বন্ধু রাশিয়া ভারতের এই কূটনৈতিক সাফল্যে গোপনে আনন্দিত। কারণ আমেরিকা ও ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে ১৫টি দেশের জোট সোভিয়েত ইউনিয়ন বা তার অবশিষ্ট শক্তিশালী অংশ রাশিয়া যে ব্যুহ রচনা করতে পারেনি, ভারত মহাভারতের চক্রব্যুহের আদলে এমনভাবে তা তৈরি করেছে, যেখানে ফেঁসে গিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই সাহায্যের জন্য চিৎকার করছে।