প্রলয় না এলে কেমন হত পৃথিবী, ডাইনোসরের রাজত্ব থাকত কি

প্রলয় না এলে কেমন হত পৃথিবী, ডাইনোসরের রাজত্ব থাকত কি

পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বিশালাকার ডাইনোসর। কিন্তু সাড়ে ছয় কোটি বছর আগে মহাপ্রলয় না হলে কি এই শক্তিশালী প্রাণীটি আজও আমাদের মধ্যে থাকত? বিজ্ঞানীরা বলছেন, যদি ডাইনোসরদের বিলুপ্তি না ঘটত, তবে হয়তো মানুষ নয়, তারাই হতো পৃথিবীর শাসক। বাঘ-সিংহ নয়, বরং ডাইনোসর দেখেই হয়তো মানুষ ভয়ে পালাত।

ইউনিভার্সিটি অব টেক্সাসের বিজ্ঞানীরা অনুমান করেন, আটলান্টিক মহাসাগরের বিপর্যয় যদি সীমাবদ্ধ থাকত, তাহলে হয়তো কিছু ডাইনোসর বেঁচে থাকত। গবেষকরা এই প্রশ্ন নিয়ে কাজ করছেন যে ডাইনোসর টিকে থাকলে মানুষ কি বর্তমান অবস্থানে থাকতে পারত? মেরিল্যান্ড ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব এডিনবার্গের গবেষকরা ভিন্নমত পোষণ করে বলেন, ডাইনোসরদের অভিযোজন ক্ষমতা অত্যন্ত ভালো। তাই বর্তমান তাপমাত্রাতেও তারা নিজেদের মানিয়ে নিতে পারত এবং ১৬ কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করতে পারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *