২৭ জুনে DA বিজ্ঞপ্তি: সরকারি কর্মীদের অপেক্ষার অবসান?

২৭ জুনে DA বিজ্ঞপ্তি: সরকারি কর্মীদের অপেক্ষার অবসান?

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার (DA) ২৫ শতাংশ মেটানোর সময়সীমা আগামী ২৭ জুন শেষ হচ্ছে। নবান্ন সূত্রে জানা গেছে, ২৬ বা ২৭ জুনের মধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে, যদিও ২৭ জুন রথযাত্রার ছুটি। রাজ্য সরকার আইনি পরামর্শ নিয়ে বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করছে। প্রায় ১০ লক্ষ কর্মী ও পেনশনভোগী এই ঘোষণার দিকে তাকিয়ে আছেন, কারণ এটি রাজ্যের পরিকল্পনা স্পষ্ট করবে। সূত্রের দাবি, বকেয়া DA-র ৮০ শতাংশ কর্মীদের বেতন অ্যাকাউন্টে এবং ২০ শতাংশ প্রভিডেন্ট ফান্ডে জমা হতে পারে, তবে পেনশনভোগীদের পুরো টাকা সরাসরি পেনশন অ্যাকাউন্টে দেওয়া হবে।

তবে, রাজ্য সরকার সময়সীমা পিছিয়ে দিতে ফের সুপ্রিম কোর্টে ‘মডিফিকেশন পিটিশন’ দাখিল করেছে বলে খবর। বর্তমানে আদালতের গ্রীষ্মাবকাশ চলায় এই আবেদনের শুনানি জুলাইয়ের আগে সম্ভব নয়। এদিকে, রাজ্যের মোট বকেয়া DA প্রায় ৪০ হাজার কোটি টাকা, যার ২৫ শতাংশ মেটাতে প্রায় ১০ হাজার কোটি টাকা প্রয়োজন। এই অর্থ সংগ্রহের জন্য রিজার্ভ ব্যাঙ্ক থেকে ৪০০০ কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে বলে জানা গেছে। কর্মী সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়েছে, নির্দিষ্ট সময়ে DA না মিটলে তারা আন্দোলনের পথে হাঁটবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *