১ জুলাই হাফ ডে ছুটি! নবান্নের ঘোষণায় কেন খুশি কর্মচারীরা?

আগামী ১ জুলাই, মঙ্গলবার, চিকিৎসক দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে নবান্ন। এই দিনটি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন হিসেবে পালিত হয়। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউ দফতর ছাড়া বাকি সব সরকারি অফিসে দুপুর ২টো থেকে ছুটি থাকবে। এই ঘোষণায় সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। কারণ, ২৭ জুন রথযাত্রার ছুটির পর শনি-রবিবার সাপ্তাহিক ছুটি, তারপর ৩০ জুন কাজের দিন। কিন্তু ১ জুলাই আবার অর্ধদিবস ছুটি পাওয়ায় কর্মচারীরা শুক্রবার থেকেই উৎসবের মেজাজে।
প্রতি বছর চিকিৎসক দিবসে বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে নানা কর্মসূচি পালিত হয়। মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যপরীক্ষা শিবির ও সচেতনতা কর্মসূচির আয়োজন হয় সরকারি ও বেসরকারি উদ্যোগে। কলকাতা থেকে জেলায় জেলায় চিকিৎসকরা এই দিনটি উৎসবের আমেজে পালন করেন। এ বছরও ঐতিহ্য বজায় রেখে রাজ্য সরকার অর্ধদিবস ছুটির ঘোষণা করেছে। এই ছুটি শুধু কর্মচারীদের জন্যই নয়, চিকিৎসক সমাজের প্রতি সম্মান জানানোর একটি মাধ্যম। তবে, গুরুত্বপূর্ণ দুটি দফতর খোলা থাকায় প্রশাসনিক কাজে কোনও ব্যাঘাত হবে না বলে জানানো হয়েছে। এই ঘোষণা রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে উৎসাহের সঞ্চার করেছে।