নার্সিং ছাত্রীকে গলা কেটে হত্যা, ভাইরাল হলো নৃশংস হামলা

মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলা হাসপাতালে এক নার্সিং ছাত্রীকে গলা কেটে হত্যার মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক ধারালো অস্ত্র দিয়ে ওই ছাত্রীর ওপর হামলা চালাচ্ছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, ঘটনাস্থলে উপস্থিত লোকজন যখন এই নৃশংস ঘটনা ভিডিও করছিলেন, তখন কেউই হত্যাকারীকে থামানোর চেষ্টা করেননি।
গত ২৭শে জুন এই ঘটনা ঘটে। জানা যায়, দ্বাদশ শ্রেণির ছাত্রী সন্ধ্যা চৌধুরী নার্সিং প্রশিক্ষণ নিচ্ছিলেন। কর্মস্থলে ব্যস্ত থাকাকালীন হঠাৎ এক যুবক হাসপাতালে প্রবেশ করে সরাসরি সন্ধ্যাকে আক্রমণ করে। হামলার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। এই হত্যাকাণ্ডের পর পুলিশের কার্যপ্রণালী এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। যেখানে রোগীদের নিরাপদ পরিবেশে চিকিৎসা পাওয়ার কথা, সেখানে এমন হত্যাকাণ্ড নিঃসন্দেহে আতঙ্কজনক। বর্তমানে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়েছে এবং এই ঘটনায় হাসপাতাল কর্মী ও রোগীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। প্রশ্ন উঠছে, হাসপাতালের প্রবেশপথে কি কোনো নিরাপত্তা রক্ষী ছিল না?