হাসপাতালে প্রেমিকার গলা কাটল প্রেমিক, স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা
July 1, 202511:58 am

মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলা হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার প্রকাশ্যে এক যুবক তার প্রেমিকা, ২১ বছর বয়সী নার্সিং শিক্ষার্থী সন্ধ্যা চৌধুরীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন হাসপাতাল কর্মীরা ও রোগীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিষেক কোষ্ঠী নামে ওই যুবক আচমকাই সন্ধ্যাকে আক্রমণ করে। সম্পর্কের টানাপোড়েনই এই হত্যাকাণ্ডের কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত অভিষেক আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয় এবং পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজ তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। হাসপাতালের মতো সুরক্ষিত স্থানে এমন নৃশংস ঘটনা ঘটায় জনমনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।