জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তানের নতুন উস্কানি, সেনাপ্রধানের মন্তব্যে উত্তাপ

জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তানের নতুন উস্কানি, সেনাপ্রধানের মন্তব্যে উত্তাপ

জম্মু-কাশ্মীরে পহেলগাঁও হামলার রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীর নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন। শনিবার করাচিতে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি আসলে সেখানকার মানুষের স্বাধীনতার পক্ষে একটি ‘বৈধ লড়াই’, এবং এতে পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে। তার এই মন্তব্য ভারতের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত এবং উপত্যকায় শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করবে বলে মনে করা হচ্ছে।

মুনির আরও বলেন, ভারত যাকে সন্ত্রাসবাদ বলছে, তা আদতে কাশ্মীরবাসীর বৈধ সংগ্রাম। নয়াদিল্লি বরাবরই জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে। পুলওয়ামা ও সাম্প্রতিক পহেলগাঁও হামলা প্রসঙ্গে তিনি পাকিস্তানকে ‘স্থিতিশীলকারী’ হিসেবে আখ্যা দিলেও, ভারত ও আন্তর্জাতিক মহল পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদত দেওয়ার অভিযোগ তুলে আসছে। এই মন্তব্য চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে বলেই ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *