মোদীজির বিদেশ সফরের আগে ভাইরাল এক চেয়ার! তাতে লেখা ‘INDIA’র নাম, কী রহস্য?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ (বুধবার) থেকে ৫টি দেশ সফরে যাচ্ছেন। এই সফরের আগে একটি বিশেষ চেয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ত্রিনিদাদ ও টোবাগোর সংসদ ভবনে রাখা এই চেয়ারে ভারত এবং ভারতের জনগণের কথা উল্লেখ আছে। প্রধানমন্ত্রী মোদী এই সংসদের সামনেই ভাষণ দেবেন। আগামী ৮ দিনের বিদেশ সফরে তিনি প্রথমে আফ্রিকান দেশ ঘানা যাবেন, তারপর ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল হয়ে নামিবিয়া সফর করবেন।
প্রধানমন্ত্রী মোদী ২৫ বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ত্রিনিদাদ ও টোবাগো সফরে যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের সচিব (দক্ষিণ) নিনা মালহোত্রা জানিয়েছেন, ত্রিনিদাদ ও টোবাগোর সংসদকে ভারত এই চেয়ারটি উপহার দিয়েছিল, যা উভয় দেশের দৃঢ় গণতান্ত্রিক ও সংসদীয় ঐতিহ্যকে প্রতিফলিত করে। ১৯৪২ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর ত্রিনিদাদ ও টোবাগোকে ভারত এই চেয়ারটি ১৯৬৮ সালের ৯ই ফেব্রুয়ারি উপহার হিসেবে দিয়েছিল। দীর্ঘ ৫৭ বছর পরেও এই চেয়ারটি ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পোর্ট অফ স্পেনের সংসদ ভবনে রয়েছে এবং স্পিকার এটি ব্যবহার করেন।