ঐতিহাসিক সফরে ত্রিনিদাদ ও টোবাগোতে প্রধানমন্ত্রী মোদি
July 1, 202512:33 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর পাঁচ দেশের সফরের অংশ হিসেবে ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশে রওনা হচ্ছেন। প্রায় ১৮০ বছর আগে ভারতীয়দের প্রথমবার এই ভূখণ্ডে আগমনের পর এটি একজন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর। প্রধানমন্ত্রী মোদির এই সফরকে কেন্দ্র করে প্রবাসী ভারতীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। বিদেশ মন্ত্রকের সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, এই সফরে প্রধানমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি ক্রিস্টিন কার্লা কাঙ্গালু এবং প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসরের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি সেদেশের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। এই সফরে ডিজিটাল পরিকাঠামো, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য শক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হবে।