মনোজিত মিশ্রের বিরুদ্ধে আরও দুই ছাত্রীকে হেনস্থার অভিযোগ
July 1, 20252:06 pm

সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিত মিশ্রের বিরুদ্ধে এবার আরও দুই ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠল। ২০২৩ সালে বজবজের একটি বাগানবাড়িতে কলেজের পিকনিকে গিয়ে ওই দুই ছাত্রী মনোজিতের পাশবিক অত্যাচারের শিকার হয়েছিলেন বলে জানা গেছে।
ভুক্তভোগীদের মধ্যে একজন জানিয়েছেন, তিনি বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় মনোজিত পিছন থেকে এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর তার ঘাড় ও কানে কামড়ে দেয়, যার ফলে কান থেকে রক্ত ঝরতে শুরু করে। অভিযোগকারিণী আরও জানান, মনোজিত তার প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দেয় এবং অন্তর্বাস ছিঁড়ে ফেলে।