কলকাতার ধর্ষণ কাণ্ড: ‘ক্যাম্পাসে নারী মানেই আতঙ্ক!’ মনোজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ছাত্রীর

কলকাতার এক ল’ কলেজের ২৪ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত মনোজিত মিশ্রের গ্রেফতারের পর এবার তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। একই কলেজের আরেক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে মনোজিতের বিরুদ্ধে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হয়রানি এবং ভয়ের পরিবেশ তৈরির কথা জানিয়েছেন। তার অভিযোগ, মনোজিতের কারণে অনেক ছাত্রী ক্লাস এড়িয়ে যেতেন।
ছাত্রীটি NDTV-কে জানান, মনোজিত ছাত্রীদের ছবি তুলে সেগুলো বিকৃত করে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিতেন। তিনি আরও দাবি করেন, মনোজিতের রাজনৈতিক প্রভাব থাকায় তার বিরুদ্ধে একাধিক এফআইআর থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি, ২০১৯ সালে তিনি এক ছাত্রীর পোশাক ছিঁড়ে ফেলেছিলেন এবং ২০২৪ সালে নিরাপত্তারক্ষীকে মারধর ও কলেজের সম্পত্তি ভাঙচুর করেন। পুলিশ জানিয়েছে, মনোজিত ও তার দুই সহযোগী কয়েকদিন ধরে ধর্ষণ ও নির্যাতনের পরিকল্পনা করেছিল। তারা কলেজে ভর্তির প্রথম দিন থেকেই ওই ছাত্রীকে টার্গেট করে। অভিযুক্তদের মোবাইলে আরও ভিডিওর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।