কসবা কাণ্ড: পচা আলু নিয়ে বিজেপির অভিনব প্রতিবাদ, দোষীদের কঠোর শাস্তির দাবি!
July 1, 20254:43 pm

কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে আজ গিরিশ পার্কে এক অভিনব বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপির কিষাণ মোর্চা। দোষীদের দ্রুত শাস্তির দাবি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা পচা আলু নিয়ে এই প্রতীকী প্রতিবাদ জানান।
যদিও কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা নিশ্চিত করেছেন যে, এই ঘটনার দোষীদের কোনোমতেই রেয়াত করা হবে না। পুলিশ ইতিমধ্যেই সমস্ত প্রমাণ যাচাই করে অভিযুক্তদের হেফাজতে নিয়েছে এবং আজ তাদের আদালতে পেশ করার কথা রয়েছে।