কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে ৮১ জনের মৃত্যু? যোগী সরকারের পরিসংখ্যানে প্রশ্ন তুলল BBC!
July 1, 20255:14 pm

জানুয়ারিতে প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের দেওয়া তথ্যে ৩৭ জনের মৃত্যুর কথা বলা হলেও, বিবিসি’র এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মৃতের প্রকৃত সংখ্যা ৮১।
বিবিসি’র তদন্ত অনুসারে, ২৬টি পরিবারের হাতে আংশিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আর ১৮টি পরিবার কোনো ক্ষতিপূরণই পায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ১১টি রাজ্যের ১০০টি পরিবারের সঙ্গে কথা বলে ৮০ জনের বেশি মৃত্যুর জোরালো প্রমাণ মিলেছে। মৃতদের পরিবারের অভিযোগ, ক্ষতিপূরণ এড়াতে অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণ হিসেবে রোগ বা অন্য কিছু উল্লেখ করা হচ্ছে, যদিও তারা পদপিষ্ট হয়েই মারা গেছেন। এই ঘটনায় অতীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দেহ লোপাটের অভিযোগ তুলেছিলেন।