কসবা ধর্ষণ কাণ্ড: অভিযুক্তরা ফের আদালতে, নির্যাতিতার পরিচয় ফাঁস না করার বার্তা পুলিশের

কসবার আইন কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তসহ চারজনকে মঙ্গলবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছে। মূল অভিযুক্ত, কলেজের প্রাক্তন অস্থায়ী কর্মী ‘এম’, এবং দুই ছাত্র ‘জে’ ও ‘পি’-কে গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছিল। চার দিনের পুলিশি হেফাজত শেষে তাদের আজ আদালতে আনা হয়। ঘটনার সময় দায়িত্বে থাকা কলেজের রক্ষী, যাকে পরে গ্রেফতার করা হয়েছিল, তাকেও আদালতে তোলা হয়েছে।
এদিকে, কলকাতা পুলিশ সমাজমাধ্যমে একটি পোস্ট করে নির্যাতিতার নাম-পরিচয় ফাঁস করার চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। লালবাজার জানিয়েছে, যারা এই ধরনের কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং নির্যাতিতার পরিচয় প্রকাশ পায় এমন কোনো তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ স্মরণ করিয়ে দিয়েছে যে নির্যাতিতার আত্মসম্মান ও গোপনীয়তা রক্ষা করা আইনি বাধ্যবাধকতার অংশ। এই ঘটনায় কলকাতা পুলিশ একটি ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপকুমার ঘোষাল। সংগৃহীত সাড়ে সাত ঘণ্টার সিসিটিভি ফুটেজ নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।