ঐশ্বর্যকে দেখেই সালমানের আলিঙ্গন,পুরনো দিনের সেই প্রেম

একসময় বলিউডের আলোচিত জুটি ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং সালমান খান। সালমানের সঞ্চালিত জনপ্রিয় শো ‘দস কা দম’-এ ঐশ্বর্য অতিথি হয়ে এসেছিলেন। সেই সময় সালমানকে উদ্দেশ্য করে ঐশ্বর্য অভিযোগ করে বলেন, “যখনই কোনো অভিনেত্রীকে তুমি আমন্ত্রণ জানাও, কত ফ্লার্ট করো তাঁদের সঙ্গে।” ঐশ্বর্যের এমন অভিমান দেখে সালমান তাকে আলিঙ্গন করে বলেছিলেন, “তুমিও এসেছ। এসো, তোমাকেও আমি জড়িয়ে ধরছি।”
শুধু ঐশ্বর্য নন, সালমানের আরেক প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফও একই ধরনের অভিযোগ করেছিলেন। শোনা যায়, ঐশ্বর্যের প্রতি সালমান ভীষণ পজেসিভ ছিলেন এবং বিবেক ওবেরয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি। পরবর্তীতে ঐশ্বর্য অভিষেক বচ্চনকে এবং ক্যাটরিনা ভিকি কৌশলকে বিয়ে করেন। অন্যদিকে, সালমান এখনও অবিবাহিত। তিনি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্ক ভাঙার জন্য নিজেকেই দায়ী করে বলেছিলেন, “সব আমার দোষ। আমার প্রেমিকাদের নয়। আমার ভুলেই তাঁরা আমাকে বারবার ছেড়ে চলে গিয়েছেন।”