হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে SSC: অযোগ্যদের কেন বাদ দেওয়া হলো না?

কলকাতা হাইকোর্টে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং রাজ্য সরকার তীব্র প্রশ্নের মুখে পড়েছে। প্রায় ২৬,০০০ চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও, সেই বিজ্ঞপ্তিতে বেশ কিছু অসঙ্গতি তুলে ধরে মামলা দায়ের হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, সুপ্রিম কোর্ট যখন পুরোনো বিধি অনুযায়ী নিয়োগের নির্দেশ দিয়েছে, তখন কেন নতুন বিধি এনে জটিলতা বাড়ানো হলো?
মামলাকারীর আইনজীবী অভিযোগ করেছেন, এসএসসি-র প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে ২০১৬ সালের নিয়ম মানা হয়নি। এছাড়াও, একাধিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ছাড়ের বিষয়টি এবং অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। বিচারপতি স্পষ্টভাবে জানতে চেয়েছেন, চিহ্নিত অযোগ্য প্রার্থীদের কেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে স্পষ্টভাবে বারণ করা হলো না। এই বিষয়ে আগামী সোমবারের মধ্যে রাজ্য এবং এসএসসি-কে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।