ক্রিকেট বিবাদের জেরে পুলিশ কনস্টেবল খুন, শিক্ষক গ্রেফতার
July 1, 20255:34 pm

উত্তরপ্রদেশের বাগপতে এক চাঞ্চল্যকর ঘটনায় সাইবার সেলের হেড কনস্টেবল অজয় পাওয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার রাতে সুন্হেড়া গ্রামে ক্রিকেট ম্যাচ নিয়ে বিবাদের জেরে গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহিত এই হত্যাকাণ্ড ঘটায়। ঘটনার পর থেকেই মোহিত পলাতক ছিল।
পুলিশের চারটি দল মোহিতকে ধরতে অভিযান শুরু করে। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সুন্হেড়া গ্রামের জঙ্গলে পৌঁছলে মোহিত পুলিশের উপর গুলি চালায়। পাল্টা গুলিতে মোহিতের পায়ে আঘাত লাগে এবং পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত কনস্টেবল অজয়কে সসম্মানে শেষ বিদায় জানানো হয়।