সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণকাণ্ড, মনোজিৎসহ অভিযুক্তরা বহিষ্কৃত

কলকাতা: দক্ষিণ কলকাতা ল’ কলেজে গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং দুই ছাত্র জইব ও প্রমিতকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার কলেজ পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি এবং বজবজের বিধায়ক অশোক দেব জানিয়েছেন, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে এবং নির্যাতিতার চিকিৎসার সমস্ত ব্যয় কলেজ বহন করতে প্রস্তুত। উচ্চশিক্ষা দপ্তরের সাত দফা নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৈঠকে মনোজিৎকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি তার প্রাপ্ত বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, অভিযুক্ত বেসরকারি সিকিউরিটি এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজে শান্তি ও সুরক্ষা ফেরাতে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ছাত্রছাত্রীদের আইডি কার্ড পরীক্ষা করে প্রবেশ করানো এবং নির্দিষ্ট সময়ের পর ক্যাম্পাস খালি করা। যদিও ঘটনার জেরে কলেজ বন্ধের সিদ্ধান্তে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে বলেছেন, পঠন-পাঠন বন্ধ করা সমস্যার সমাধান নয়।