মনোজিৎ আতঙ্কের নতুন স্বীকারোক্তি, অ্যাসিড হামলার হুমকি দিয়ে নির্যাতন

কলকাতা: দক্ষিণ কলকাতা ল’ কলেজে গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে এবার আরও এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এক ছাত্রী দাবি করেছেন, দু’বছর আগে কলেজের পিকনিকে বজবজের একটি বাগানবাড়িতে মনোজিৎ তাকে ধর্ষণের চেষ্টা করেছিল এবং বিষয়টি কাউকে জানালে অ্যাসিড ছুড়ে মুখ ঝলসে দেওয়ার হুমকি দিয়েছিল। কসবার ঘটনার স্ফুলিঙ্গেই মনোজিৎ-এর সন্ত্রাসের সাম্রাজ্য উন্মোচিত হচ্ছে, যেখানে একের পর এক নির্যাতিতা মুখ খুলতে শুরু করেছেন।
ওই ছাত্রী জানান, শারীরিক নির্যাতনের পরেও মনোজিতের হুমকির কারণে তিনি মুখ খুলতে পারেননি, কারণ মনোজিৎ তার পরিবারকে খুন করার ভয় দেখিয়েছিল। তার অভিযোগ, পিকনিকে মদ্যপ অবস্থায় মনোজিৎ তাকে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, ফোন কেড়ে নেয় এবং জামাকাপড় ছিঁড়ে দেয়। এক সিনিয়র দিদির সাহায্যে সেদিন তিনি রক্ষা পান। পরে থানায় অভিযোগ জানাতে চাইলেও বন্ধুদের বিশ্বাসঘাতকতার কারণে তা সম্ভব হয়নি এবং মনোজিৎ বাহিনীর হুমকির মুখে তিনি চুপ থাকতে বাধ্য হন। পুলিশি জেরায় অন্য দুই অভিযুক্ত প্রমিত ও জায়িব জানিয়েছে, মনোজিৎ পছন্দসই ছাত্রীদের গার্ড রুম বা গেস্ট হাউসে নিয়ে গিয়ে ঘনিষ্ঠ হতে বাধ্য করত এবং বাধা দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিত। এভাবে অন্তত দশজন ছাত্রীর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মনোজিৎ ইউনিয়ন রুমে সালিশি সভা বসাতো এবং তার নির্দেশ না মানলে ছাত্রীদের ওপর শারীরিক নির্যাতন চলত, এমনকি সিগারেটের ছেঁকাও দেওয়া হতো।