মোদি-শাহ বনাম আরএসএস: বিজেপির সভাপতি পদে পছন্দের নেতা বসাতে মরিয়া সঙ্ঘ, আজ বঙ্গ বিজেপির মনোনয়ন

মোদি-শাহ বনাম আরএসএস: বিজেপির সভাপতি পদে পছন্দের নেতা বসাতে মরিয়া সঙ্ঘ, আজ বঙ্গ বিজেপির মনোনয়ন

২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন ঘিরে বিজেপির অন্দরমহলে এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। সঙ্ঘের শতবর্ষের এই বছরে আরএসএস চাইছে মোদির ৭৫ বছর পূর্ণ হওয়ার আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে তাদের পছন্দের নেতাকে বসাতে। এর মাধ্যমে তারা দলের রাশ নিজেদের হাতে রাখতে মরিয়া, কারণ গত পাঁচ বছরে সরকার ও বিজেপির অনেক নীতি সঙ্ঘের মনঃপূত হয়নি।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ১৫ জুলাইয়ের মধ্যে নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণার বার্তা দিয়েছে। বর্তমান সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা দুইবার মেয়াদ বাড়ানোর পর বিদায় নিচ্ছেন। এবার আর মোদি-শাহের একক পছন্দে সঙ্ঘ সিলমোহর দেবে না। সঙ্ঘের অনুগত কাউকেই এই পদে আনা হবে বলে দলীয় সূত্রে খবর। এই চাপের মুখেই বিজেপি যুদ্ধকালীন তৎপরতায় সাংগঠনিক নির্বাচন শুরু করেছে। আজই বঙ্গ বিজেপির সভাপতি পদের মনোনয়ন হবে, যেখানে সুকান্ত মজুমদারই মনোনীত হবেন নাকি কোনো চমক আসবে, তা স্পষ্ট হবে। এই সপ্তাহের মধ্যেই ২৪টি রাজ্যের সভাপতি নির্বাচন সম্পন্ন হবে, যা সর্বভারতীয় সভাপতি নির্বাচনের পথ প্রশস্ত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *