বিমান দুর্ঘটনার আসল রহস্য কী? পুনর্নির্মাণে উঠে এল চাঞ্চল্যকর তথ্য!
July 3, 20259:48 am

নয়াদিল্লি: গত ১২ জুন আমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা জানতে তদন্ত চালাচ্ছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। শীঘ্রই এই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ হতে পারে বলে খবর। এর মধ্যেই জানা যাচ্ছে, দুর্ঘটনার আগের মুহূর্ত পুনর্নির্মাণ করেছে এয়ার ইন্ডিয়া। আমেদাবাদে এআই-১৭১ বিমানটি ভেঙে পড়ার এক সপ্তাহ পর মুম্বইয়ে পুনর্নির্মাণের এই প্রক্রিয়া চালানো হয়েছে। সেখানেও বোয়িং ৭৮৭ বিমান ব্যবহার করা হয়। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র এ বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘বহু জল্পনা ঘুরে বেড়াচ্ছে। তবে এই মুহূর্তে আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’