মালিতে আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গিদের হাতে অপহৃত ৩ ভারতীয়! কড়া অবস্থান নয়াদিল্লির

মালিতে আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গিদের হাতে অপহৃত ৩ ভারতীয়! কড়া অবস্থান নয়াদিল্লির

মালিতে আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠীর হাতে কর্মরত তিন ভারতীয় নাগরিক অপহৃত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারত সরকার। ১ জুলাই কায়েস অঞ্চলের ডায়মন্ড সিমেন্ট কারখানায় হামলার সময় এই অপহরণ ঘটে। এরপর থেকেই অপহৃতদের কোনো খোঁজ মেলেনি। এই ঘটনার পেছনে জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (JNIM) নামক জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলে জানা গেছে।

ভারতের বিদেশ মন্ত্রক এই বর্বরোচিত হামলা ও অপহরণের তীব্র নিন্দা জানিয়েছে। নয়াদিল্লি মালির প্রশাসনের কাছে অপহৃত ভারতীয়দের দ্রুত ও নিরাপদ মুক্তির জন্য আবেদন করেছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। মালির বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *