পাকিস্তানি তারকাদের সমাজমাধ্যম অ্যাকাউন্ট ফের বন্ধ করল ভারত

প্রবল সমালোচনার মুখে ভারতে ফের বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানি তারকাদের সমাজমাধ্যম অ্যাকাউন্ট। বৃহস্পতিবার প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার এবং অভিনেত্রী মাওরাহ হোসেন, ইয়ুমনা জায়েদি, হানিয়া আমির ও ফওয়াদ খান-সহ একাধিক পাক সেলিব্রিটির এক্স হ্যান্ডল ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে আর দেখা যাচ্ছে না। এর আগে গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিন্দুরের সময় প্ররোচনা ছড়ানোর অভিযোগে এই অ্যাকাউন্টগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।
বুধবার হঠাৎ করেই এই অ্যাকাউন্টগুলো ভারতে সক্রিয় হয়ে উঠলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বহু মানুষ। সরকারি সূত্র জানায়, এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়েছিল এবং দ্রুত তা নিষ্ক্রিয় করা হবে। এরপরই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লুএ)-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাকিস্তানি কলাকুশলী ও তারকাদের সব সমাজমাধ্যম অ্যাকাউন্ট বন্ধের আর্জি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতেই ফের এই নিষেধাজ্ঞা জারি হল।