সাফাই কর্মীদের অনাস্থা, মোদি সরকারের কর্মসূচিতে সাড়া নেই

কেন্দ্রের মোদি সরকারের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচিতে দেশের সাফাই কর্মচারীদের বিশেষ সাড়া মিলছে না। সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের সাম্প্রতিক এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে, যা সরকারের কপালের ভাঁজ বাড়িয়েছে। কেরল এবং কয়েকটি রাজ্য ছাড়া বেশিরভাগ রাজ্যেই কেন্দ্রীয় এই ঋণ কর্মসূচির আওতায় সাফাই কর্মীদের ঋণ নেওয়ার হার প্রায় শূন্য। এমনকি বিজেপি-শাসিত রাজ্যগুলিতেও একই চিত্র দেখা গেছে, যা ‘ডাবল ইঞ্জিন’ সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত সারা দেশে মাত্র ১৪ হাজার ১৪৮ জন সাফাই কর্মচারী এই কর্মসূচির সুবিধা পেয়েছেন। এর মধ্যে একাই কেরলের সংখ্যা ১৩ হাজার ৯০৮ জন। জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট এবং উত্তরাখণ্ডে সামান্য সংখ্যক কর্মী উপকৃত হলেও, আসাম, বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা, ত্রিপুরা এবং উত্তরপ্রদেশের মতো বিজেপি-শাসিত রাজ্যগুলিতে ঋণ গ্রহণের পরিমাণ শূন্য। এই বিষয়ে সামাজিক ন্যায়বিচার মন্ত্রক বা এর কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।