ডিলারদের আপত্তিতে পিছু হটল কেন্দ্র, তিন মাসের রেশন একসঙ্গে নয়

একসঙ্গে তিন মাসের রেশন বিতরণে ডিলারদের আপত্তিতে অবশেষে পিছু হঠল কেন্দ্র। রেশন দোকানদারদের সমস্যার কথা বিবেচনা করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পূর্বে খাদ্যমন্ত্রক রাজ্যগুলিকে জুন থেকে আগস্ট এবং সেপ্টেম্বর থেকে নভেম্বরের খাদ্যশস্য নির্দিষ্ট সময়ের মধ্যে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল, যা ডিলারদের জন্য বিপুল পরিমাণ খাদ্যশস্য মজুত করার সমস্যা তৈরি করে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের আপত্তির মুখে পড়ে কেন্দ্র এখন সিদ্ধান্ত নিয়েছে, আগস্ট মাসের খাদ্যশস্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিলেই হবে, অর্থাৎ পুরনো নিয়মেই ফিরে আসা হলো।
গণবণ্টন ব্যবস্থার আধুনিকীকরণ নিয়েও প্রশ্ন উঠেছে। সংসদীয় কমিটির বৈঠকে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী ডিজিটাল ব্যবস্থার উপর জোর দিলেও, তৃণমূলের সাংসদ প্রকাশ চিক বরাইক প্রশ্ন তোলেন, গরিব গ্রাহকদের সবার কাছে স্মার্টফোন না থাকলে মোবাইল অ্যাপ ব্যবহারের উপযোগিতা কী? খাদ্যসচিব সঞ্জীব চোপড়া এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন।