দিল্লিতে পুরনো গাড়িতে তেল ভরার নিষেধাজ্ঞা প্রত্যাহার
July 4, 20257:26 am

রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে ১০ বছরের পুরনো ডিজেল ও ১৫ বছরের পুরনো পেট্রোল চালিত গাড়িতে জ্বালানি ভরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল দিল্লি সরকার। ‘এন্ড অব লাইফ’ বা ইওএল নামের এই নতুন বিধিতে সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়ে প্রশাসন। অবশেষে জনরোষ এবং প্রযুক্তিগত সমস্যার কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছে রেখা গুপ্তা প্রশাসন।
দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানিয়েছেন, প্রযুক্তিগত জটিলতা এবং গাড়ি বাতিলের সামগ্রিক ব্যবস্থা কঠিন হওয়ায় এই মুহূর্তে নিষেধাজ্ঞা কার্যকর করা সম্ভব নয়। তিনি আরও বলেন, যে গাড়িগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ইচ্ছে নেই। বরং, সঠিক রক্ষণাবেক্ষণ হয় না এমন গাড়িগুলো চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।