হাইড্রোজেন বোমা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, শুধু কয়েকটি দেশের হাতে! জানুন তালিকায় কি আছে ভারত

বিশ্বে যখন পারমাণবিক অস্ত্রের কথা আসে, তখন প্রায়শই পারমাণবিক বোমার (অ্যাটম বোমা) নাম প্রথমে আসে। তবে এর চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক ও ভয়ংকর যে অস্ত্র, তা হলো হাইড্রোজেন বোমা, যা থার্মোনিউক্লিয়ার বোমা নামেও পরিচিত। এই বোমা পারমাণবিক বোমার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী ও প্রাণঘাতী। পারমাণবিক বোমা যেখানে ইউরেনিয়াম-২৩৫ বা প্লুটোনিয়াম-২৩৯-এর মতো ভারী মৌলের ফিশন প্রক্রিয়ায় কাজ করে, সেখানে হাইড্রোজেন বোমা নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি, ঠিক যেমনটা সূর্যের ক্ষেত্রে ঘটে। এতে ডিউটেরিয়াম ও ট্রিটিয়ামের মতো হালকা হাইড্রোজেন আইসোটোপ একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত করে।
বর্তমানে বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের কাছে হাইড্রোজেন বোমা রয়েছে। ১৯৫২ সালে ‘আইভি মাইক’ পরীক্ষার মাধ্যমে প্রথম হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করেছিল আমেরিকা। এরপর ১৯৫৫ সালে রাশিয়া, ১৯৫৭ সালে ব্রিটেন, ১৯৬৭ সালে চীন এবং ১৯৬৮ সালে ফ্রান্স এই বোমার পরীক্ষা করে। উত্তর কোরিয়া ২০১৭ সালে হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি করেছে। ভারত ১৯৯৮ সালে পোখরান-২ পরীক্ষার সময় হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করেছে বলে দাবি করে। পাকিস্তান এবং ইসরায়েলের কাছেও এই বোমা থাকতে পারে বলে ধারণা করা হয়, যদিও তাদের পরীক্ষার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই।