কসবা কাণ্ডে নয়া মোড়, নিরাপত্তা রক্ষীর বয়ান মিলল নির্যাতিতার সঙ্গে- “অগোছালো বিছানা, ধস্তাধস্তির চিহ্ন”
July 4, 20259:05 am

কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত নিরাপত্তা রক্ষীর বয়ানের সঙ্গে মিলে গিয়েছে নির্যাতিতার দেওয়া তথ্য। পুলিশ সূত্রে খবর, ঘটনার মূল কেন্দ্র ছিল নিরাপত্তা রক্ষীর ঘর। অভিযোগপত্রে নির্যাতিতা সেই ঘরের যে বর্ণনা দিয়েছিলেন, তার সঙ্গে নিরাপত্তা রক্ষীর বয়ান এবং পুলিশের ঘটনাস্থল পরিদর্শনের পর পাওয়া তথ্যের সম্পূর্ণ মিল পাওয়া গেছে। এটি মামলার তদন্তে এক নতুন দিক উন্মোচন করেছে।
নির্যাতিতা তাঁর অভিযোগপত্রে এবং পুলিশের কাছে দেওয়া বয়ানে ঘরের ভেতরের অবস্থা, বিশেষত বিছানার বিবরণ দিয়েছিলেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের পরিস্থিতি খতিয়ে দেখে। সেই সময় পাওয়া তথ্যের সঙ্গে নিরাপত্তা রক্ষীর বয়ানের সাযুজ্য তদন্তকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।