শুধু ধর্ষণ নয়, ল’ কলেজে মনোজিতের ভয়ংকর সাম্রাজ্য! ব্লেড দিয়ে হামলা, ত্রাসে কাঁপত পড়ুয়ারা

শুধু ধর্ষণ নয়, ল’ কলেজে মনোজিতের ভয়ংকর সাম্রাজ্য! ব্লেড দিয়ে হামলা, ত্রাসে কাঁপত পড়ুয়ারা

কসবা ল’ কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার মনোজিৎ মিশ্রকে ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। শুধু যৌন হেনস্তা নয়, তার বিরুদ্ধে সহপাঠীদের ওপর ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এক প্রাক্তন ছাত্রের দাবি, মনোজিৎ এবং তার দল কলেজে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যেখানে ভয়-হুমকি ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা।

ওই প্রাক্তন ছাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যারা মনোজিতের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলত, তাদের ওপর শারীরিক হামলা চালানো হতো। এমনকি একবার ক্লাস শেষে তার এক বন্ধুকে তুলে নিয়ে গিয়ে ব্লেড ও লাঠি দিয়ে মারধর করা হয়েছিল, যার ভিডিও দেখিয়ে তাদের মুখ বন্ধ রাখার চেষ্টা করা হয়। এই আতঙ্কের কারণে ওই ছাত্র এবং তার বন্ধু প্রায় দশ মাস কলেজে যেতে পারেননি। মনোজিৎ ও তার দুই সহযোগী গত ২৮ জুন এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়। বার কাউন্সিল ইতিমধ্যে মনোজিতের আইনজীবী লাইসেন্স বাতিল করে তাকে আজীবনের জন্য আইন পেশা থেকে নিষিদ্ধ করেছে। আইনের এক ছাত্র কীভাবে এমন অপরাধচক্র গড়ে তুলল এবং কলেজ প্রশাসন কেন এত দিন নীরব ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *