বিজেপিতে হঠাৎ তোলপাড়! সুকান্তকে ফেরাতে ৬০০০ কর্মীর গণইস্তফার হুমকি?

বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের নিয়োগ ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারকে সরিয়ে তাঁকে বসানোর কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ দিনাজপুর থেকে একটি চাঞ্চল্যকর চিঠি ভাইরাল হয়। সেই চিঠিতে সুকান্ত মজুমদারকে ফের সভাপতি করার দাবিতে প্রায় ছয় হাজার বিজেপি কর্মী গণইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যা দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে।
তবে এই চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। যে প্যাডে চিঠিটি লেখা হয়েছে, সেটি বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নামে হলেও, তিনি নিজেই সেটিকে ‘ভুয়ো’ বলে দাবি করেছেন। স্বরূপ চৌধুরী জানিয়েছেন, সুকান্ত মজুমদারকে বদনাম করতে এবং জেলা বিজেপিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই জাল চিঠি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। চিঠিতে জেলা সভাপতির প্যাড ও মেইল অ্যাড্রেস থাকলেও, স্বাক্ষর রয়েছে প্রাক্তন জেলা সভাপতি বিনয় বর্মনের, যা জাল করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বিরোধীদের চক্রান্ত দেখছেন স্বরূপ চৌধুরী এবং বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছেন।