স্নানের সময় গোপন নজরদারি! স্কুলের হস্টেলে সিসিটিভি বিতর্ক, ভয়ে কাঁপছে ছাত্রীরা

স্নানের সময় গোপন নজরদারি! স্কুলের হস্টেলে সিসিটিভি বিতর্ক, ভয়ে কাঁপছে ছাত্রীরা

কালিয়াগঞ্জের বরাল হরলাল বালিকা বিদ্যালয়ের হস্টেলে ছাত্রীদের স্নানের দৃশ্যে সিসিটিভি ক্যামেরায় নজরদারির গুরুতর অভিযোগ উঠেছে। বুধবার আবাসিক ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচীর কাছে এই অভিযোগ জানায়। যদিও স্কুল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

অভিযোগ অনুযায়ী, গত তিন বছর ধরে হস্টেলের ছাত্রীদের কলপাড়ে স্নান করতে বাধ্য করা হচ্ছে, যদিও উপরে বাথরুম থাকলেও তা বন্ধ রাখা হয়েছে। কলপাড়েই বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ছাত্রীরা বারবার আবেদন করা সত্ত্বেও একবার শুধুমাত্র সিসিটিভির মুখটি সামান্য ঘোরানো হয়েছিল। এই সিসিটিভির অ্যাক্সেস রয়েছে প্রধান শিক্ষিকা সোমা বাগচী, হস্টেল ওয়ার্ডেন ঝুনু বণিক এবং হিসাবরক্ষক ও সিসিটিভি ইনস্টলার সুব্রত মণ্ডল ওরফে শঙ্কুর কাছে। অভিযোগের মূল তির ওই শঙ্কু স্যারের দিকেই। একাদশ শ্রেণির এক ছাত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছে, “ভয়ে অনেকদিন চুপ ছিলাম।” এক অভিভাবক মনসুর আলি বলেছেন, “মেয়েদের কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা নিজেই স্কুলে এসে পৌঁছেছি।” যদিও সুব্রত মণ্ডল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং প্রধান শিক্ষিকা সোমা বাগচী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *