বন্যার ভয়াবহ দৃশ্য! ৭ সেকেন্ডের মধ্যে নদীতে ডুবে গেল ৫ তলা ভবন
July 4, 20251:38 pm

দক্ষিণ চিনের শিনঝাউ শহরে ভয়াবহ বন্যায় একটি পাঁচতলা নির্মীয়মাণ ভবন চোখের নিমেষে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি এবং আকস্মিক বন্যার কারণে নদীর পাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। ১৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, কীভাবে মাত্র ৭ সেকেন্ডের মধ্যে বিশাল ভবনটি নদীতে তলিয়ে গেল, যা দেখে শিউরে উঠছেন সকলে।
ল্যাংগশুই নদীর পাশে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় সৌভাগ্যবশত কেউ হতাহত হননি, কারণ ভবনটিতে সেই মুহূর্তে কোনো মানুষ ছিল না। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৩০ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে প্রবল বৃষ্টিপাতের কারণে ল্যাংগশুই নদীতে ২০০৫ সালের পর থেকে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যা দেশটির জলসম্পদ মন্ত্রকও নিশ্চিত করেছে।