রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের ‘২১ জুলাই’ মন্তব্য ঘিরে নতুন জল্পনা

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। সম্প্রতি দলের নতুন সভাপতিকে স্বাগত জানানোর অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি এবং বিভিন্ন মন্তব্য নতুন করে চাপানউতোর সৃষ্টি করেছে। তৃণমূলের ২১ জুলাই সমাবেশকে সামনে রেখে তিনি নিজেই ‘২১ তারিখ পর্যন্ত জল্পনার ডেট’ দিয়েছেন। এর পাশাপাশি, তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা অকপটে স্বীকার করে তিনি বলেছেন, “আমার সঙ্গে কুণাল, অরূপের অনেক আগে থেকে পরিচয়। এখনও আছে। আগামীদিনেও থাকবে।”
দিলীপের এই হেঁয়ালিপূর্ণ মন্তব্য এবং দিঘায় সস্ত্রীক জগন্নাথ মন্দিরে তাঁর যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকেই মনে করছেন, তবে কি রাজনৈতিক অভিমুখ বদলাবেন দিলীপ? তিনি অবশ্য সরাসরি বিজেপি ছাড়ার জল্পনা এড়িয়ে গিয়েছেন, তবে বলেছেন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ দলই ঠিক করবে। ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগে দিলীপের এই ‘ডেট’ ঘোষণার পেছনে অন্য কোনো ইঙ্গিত আছে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।