কসবা কলেজে বিস্ফোরক অভিযোগ, “ক্লাস বাদ দিয়ে ইউনিয়ন রুমে বসিয়ে রাখা হত ছাত্রীদের”!
July 4, 20252:14 pm

কসবার একটি আইন কলেজে শিক্ষার্থীদের উপর এক টিএমসিপি নেতার প্রভাব এবং আপত্তিকর আচরণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একাংশের দাবি, ওই নেতা প্রশাসনকে ছাপিয়ে কার্যত নিজের রাজত্ব চালাতেন। তিনি কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোরও অ্যাডমিন ছিলেন। তার বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন হেনস্তার একাধিক অভিযোগ আগেও বিভিন্ন থানায় জমা পড়েছিল বলে জানা গেছে, যদিও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।
সূত্রের খবর, প্রথম বর্ষের ছাত্রীদের ওপর কালীঘাট মেট্রো পর্যন্ত নজরদারি চালাত ওই নেতার ঘনিষ্ঠ একটি দল। ছাত্রীদের পোশাক, চলাফেরা এবং কাদের সঙ্গে তারা কথা বলছে, সবকিছুতেই তাদের কড়া নজর ছিল। অভিযোগ, অনেক ছাত্রীকে ক্লাস বাদ দিয়ে জোর করে ইউনিয়ন রুমে ডেকে বসানো হত। এই পরিস্থিতিতে কলেজ প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।