প্রধানমন্ত্রীকে বরণ করতে ভারতীয় পোশাকে ঘানার সাংসদরা, বর সেজে এলেন এক সাংসদও! ভিডিও ভাইরাল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পাঁচ দেশের বিদেশ সফরের অংশ হিসেবে বর্তমানে দক্ষিণ আফ্রিকার দেশ ঘানায় রয়েছেন। সম্প্রতি ঘানার সংসদে তার ভাষণ দেওয়ার সময় এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেছে, যা এখন ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঘানার বেশ কয়েকজন সাংসদ ভারতীয় পোশাকে সেজে সংসদে এসেছিলেন। এদের মধ্যে কিছু পুরুষ সাংসদ ধুতি-কুর্তা ও পাগড়ি পরেছিলেন, এমনকি নারী সাংসদরাও শাড়ি ও লেহেঙ্গায় নিজেদের সাজিয়েছিলেন, যা সবার নজর কেড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতীয় পোশাকে সেজে আসা সাংসদদের দেখে সংসদ সদস্যরা হাসাহাসি করছেন। এর মধ্যে একজন পুরুষ সাংসদ তো রীতিমতো বরবেশে শেরওয়ানি ও পাগড়ি পরে সংসদে এসেছিলেন। স্পিকার তাকে পরিচয় করিয়ে দিলে অন্য সাংসদরা হাততালি দিয়ে হেসে ওঠেন এবং সেই সাংসদ হাতজোড় করে সবার অভিবাদন গ্রহণ করেন। এই দৃশ্য দেখে প্রধানমন্ত্রী মোদিও হাসি থামাতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও নিয়ে ব্যবহারকারীরা নানা মজার মন্তব্য করছেন, কেউ বলছেন এটি বিশ্বের সবচেয়ে সুখী দেশ, আবার কেউ বর সেজে আসা সাংসদ ও লেহেঙ্গা পরা নারী সাংসদের প্রশংসা করছেন।
Some Members of Parliament donned traditional Indian attire in a show of solidarity as India’s Prime Minister, Shri Narendra Modi, visited Ghana’s Parliament to observe proceedings.#CitiNewsroom pic.twitter.com/O4QisnBHYa
— CITI FM 97.3 (@Citi973) July 3, 2025