অপারেশন সিঁদুর! ভারতের বিরুদ্ধে এক জোট হয়েছিল পাকিস্তান, চীন ও তুরস্ক
July 4, 20253:54 pm
ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন ভারতকে একইসঙ্গে তিনটি দেশের মোকাবিলা করতে হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। ভারতীয় সেনার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ (ক্ষমতা উন্নয়ন ও ভরণপোষণ) জানান, “পাকিস্তানই সামনে ছিল। তাদের সবরকম সাহায্য করছিল চিন। পাকিস্তানের ৮১ শতাংশ মিলিটারি হার্ডওয়্যার চিন থেকে আসে। অস্ত্র আসে চিন থেকে।” এর পাশাপাশি তুরস্কও পাকিস্তানকে সামরিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
লেফটেন্যান্ট জেনারেল সিং-এর এই মন্তব্য ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে চলমান ভূ-রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এই তথ্য থেকে বোঝা যায়, ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জ শুধু একক দেশ থেকে নয়, বরং একটি জোটবদ্ধ প্রতিপক্ষের কাছ থেকেও আসতে পারে।