রাজা ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে বাবা-মায়ের অভিযোগ, ‘মেয়েকে বাঁচাও’ আকুতি

উত্তরপ্রদেশের প্রভাবশালী নেতা রঘুরায় প্রতাপ সিং ওরফে রাজা ভাইয়ের স্ত্রী ভানবী সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তাঁর বাবা-মা। সম্প্রতি তাঁরা লখনউ পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছেন, মেয়ে ভানবী ও প্রত্যুষা শাহী থেকে তাঁদের রক্ষা করা হোক। অভিযোগপত্রে ভানবীর বাবা-মা দাবি করেছেন, ভানবী তাঁদের সম্পত্তি দখলের চেষ্টা করছেন এবং তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছেন।
ভানবীর বাবা-মা আরও অভিযোগ করেছেন, ভানবী তাঁদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করেন এবং মারধরও করেন। অতীতে মারধরের কারণে ভানবীর মায়ের শরীরে আঘাতের চিহ্নও দেখা গেছে। এছাড়া ভানবী নাকি তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এবং তাঁদের রাঁধুনিকে ঘুষ দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্ররোচনা দিয়েছেন। এমনকি, খাবারে মাদক মেশানোর চেষ্টার অভিযোগও উঠেছে ভানবীর বিরুদ্ধে। নিজেদের নিরাপত্তা চেয়ে পুলিশি সুরক্ষার আবেদন করেছেন তাঁরা।
Sources