আইনজীবীদের বিচারক করার নিয়ম কী? বিচারপতি নিয়োগে সুপ্রিম কোর্টের নতুন সুপারিশ

সুপ্রিম কোর্ট কলেজিয়াম সম্প্রতি দেশের একাধিক হাইকোর্টে নতুন বিচারপতি নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে দিল্লি হাইকোর্টে তিনজন, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে দশজন এবং তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও রাজস্থান সহ অন্যান্য রাজ্যের হাইকোর্টে বিচারপতি নিয়োগের পথ সুগম হল। প্রধান বিচারপতির সভাপতিত্বে এক ও দুই জুলাই অনুষ্ঠিত কলেজিয়ামের বৈঠকের পর এই সুপারিশগুলো চূড়ান্ত করা হয়েছে।
ভারতে একজন বিচারপতির নিয়োগ প্রক্রিয়া বেশ সুসংজ্ঞায়িত। হাইকোর্টের বিচারপতিরা সংবিধানের ২১০ (১) অনুচ্ছেদ অনুযায়ী নিযুক্ত হন। এই প্রক্রিয়ায় ভারতের নাগরিক হওয়া এবং অন্তত দশ বছর হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যিক। হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং কেন্দ্রীয় আইন, বিচার ও কো ম্পা নি বিষয়ক মন্ত্রকের মধ্যে আলোচনার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।