অপারেশন সিঁদুর: ভারতের আক্রমণে ভেঙে পড়েছিল পাকিস্তান, ট্রাম্পের কাছে বারবার করুণ আর্তি!

অপারেশন সিঁদুর: ভারতের আক্রমণে ভেঙে পড়েছিল পাকিস্তান, ট্রাম্পের কাছে বারবার করুণ আর্তি!

‘অপারেশন সিঁদুর’ চলাকালীন ভারতের তীব্র আক্রমণের মুখে পড়েছিল পাকিস্তান, যার ফলে ইসলামাবাদকে যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে বারবার অনুরোধ জানাতে হয়েছিল। পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক নজম শেঠি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানান, চার দিনের সামরিক সংঘাত চলাকালীন পাকিস্তান যুদ্ধবিরতির জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছিল এবং ট্রাম্পই নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করে যুদ্ধবিরতি করিয়েছিলেন।

শেঠির দাবি অনুযায়ী, পাকিস্তান এই উদ্যোগের জন্য ট্রাম্পকে ধন্যবাদও জানায়, যদিও ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতার কথা অস্বীকার করে জানায় যে যুদ্ধবিরতি ডিজিএমও (ডিরেক্টর জেনারেলস অফ মিলিটারি অপারেশনস) স্তরেই হয়েছিল। এই ঘটনা প্রকাশ করে দেয় যে, ভারতের হামলার মুখে পাকিস্তান কতটা দুর্বল হয়ে পড়েছিল এবং যেকোনো মূল্যে হামলা বন্ধ করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছিলেন। পাহালগাম হামলার প্রতিশোধ নিতে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল, যেখানে পাকিস্তান ও পিওকে-তে একাধিক জঙ্গি ঘাঁটি ও বিমানঘাঁটি ধ্বংস করা হয়, যাতে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *