কসবা গণধর্ষণ তদন্তে নতুন মোড়! কালীঘাট মেট্রো পর্যন্ত নজরদারি চালাত মনোজিতের দল, ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য
July 4, 20256:19 pm

কসবা গণধর্ষণ মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জানা গেছে, মনোজিৎ মিশ্রর দল প্রথম বর্ষের ছাত্রীদের ওপর কসবা থেকে কালীঘাট মেট্রো পর্যন্ত নিয়মিত নজরদারি চালাত। অভিযোগ উঠেছে যে, ছাত্রীদের ক্লাসে যেতে না দিয়ে জোর করে ইউনিয়ন রুমে বসিয়ে রাখা হত, যা তাদের স্বাভাবিক শিক্ষাজীবনকে ব্যাহত করছিল।
এক ছাত্রী দাবি করেছেন, মনোজিৎ মিশ্র নাকি কাউকে কাউকে বলতেন, ‘কাছে আয়, পাশে বোস না, তোকে একটু দেখি।’ এই ধরনের মন্তব্য ছাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। এমনকি যে ছাত্রী নিজেকে জিএস (General Secretary) বলে পরিচয় দিতেন, তিনিও মনোজিতের ঘনিষ্ঠ বলেই কলেজ শিক্ষার্থীদের দাবি। এই নতুন তথ্যগুলো কসবা গণধর্ষণের ঘটনায় আরও অনেক অজানা দিক উন্মোচন করতে পারে।