মহার্ঘ ভাতার দাবিতে কর্মবিরতি! কলকাতা হাইকোর্টে উত্তাল পরিস্থিতি, উত্তাপ বাড়ল রাজ্য রাজনীতিতে
July 4, 20256:27 pm

বকেয়া মহার্ঘ ভাতার (DA) দাবিতে শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টে দু’ঘণ্টার জন্য ‘পেনডাউন’ বা কর্মবিরতি পালন করেছেন আদালতের কর্মীরা। তাঁদের স্পষ্ট দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে। এই কর্মসূচিতে ‘রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক-কর্মচারী-শিক্ষক-শিক্ষাকর্মী যৌথ মঞ্চ’ অংশ নেয়, যা রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দিল।
কর্মবিরতিতে অংশ নেন আইনজীবী ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যও, যা এই আন্দোলনকে রাজনৈতিক মাত্রা দিয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, ন্যায্য দাবি পূরণে রাজ্য সরকার গড়িমসি করছে, এবং এর বিরুদ্ধে তারা আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে ডিএ বিতর্কের আগুন উসকে দিল।