ঋষি কাপুরের বিশাল সম্পত্তির ভাগ, কী পেলেন রণবীর?

ঋষি কাপুরের বিশাল সম্পত্তির ভাগ, কী পেলেন রণবীর?

বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুর চার বছর পর তাঁর বিশাল সম্পত্তির বিভাজন নিয়ে জল্পনা শেষ হয়েছে। জানা গেছে, প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তির মধ্যে সিংহভাগ পেয়েছেন তাঁর পুত্র রণবীর কাপুর। এর মধ্যে রয়েছে পালি হিলের পৈতৃক বাড়ি ‘কৃষ্ণারাজ’, যার আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। চলতি বছরের দিওয়ালিতে রণবীর স্ত্রী আলিয়া ভাট ও কন্যা রাহার সঙ্গে এই নবনির্মিত বাড়িতে প্রবেশ করবেন। এছাড়াও, ঋষি কাপুরের গাড়ির সংগ্রহ, যার মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা, সেটিও রণবীরের হস্তগত হয়েছে।

যদিও ঋষি কাপুরের মেয়ে রিধিমা কাপুর সাহানি কী কী পেয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, ঋষি কাপুরের সঙ্গে রণবীরের সম্পর্ক প্রথমদিকে জটিল থাকলেও পরবর্তীকালে তা বন্ধুত্বের রূপ নেয়। ঋষি কাপুরের প্রয়াণে স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রণবীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *