মাদকাসক্তিতে পর্ন তারকা কাইলি পেজের মৃত্যু, শোকস্তব্ধ বিনোদন জগৎ

জনপ্রিয় পর্ন তারকা কাইলি পেজ ২৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবন থেকে গত ২৫ জুন তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাইলির এক বন্ধুর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অতিরিক্ত মাদক সেবনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের। ঘটনাস্থল থেকে ফেন্টানিলসহ অন্যান্য মাদকদ্রব্যও উদ্ধার হয়েছে। কোনও রকম অস্বাভাবিকতা বা অপরাধমূলক ঘটনা ঘটেনি বলেই পুলিশ জানিয়েছে। কাইলি পেজ নেটফ্লিক্সের একটি রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীও ছিলেন।
কাইলির আসল নাম কাইলি পাইলান্ট। তাঁর মৃত্যুতে প্রযোজনা সংস্থা ব্রেজার্সসহ বিনোদন জগতের অনেকেই শোকপ্রকাশ করেছেন। ব্রেজার্স এক বিবৃতিতে জানিয়েছে, কাইলি তাঁর হাসি এবং দয়ার জন্য সকলের মনে থেকে যাবেন। এই কঠিন সময়ে কাইলির পরিবার, বন্ধু এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি। ওকলাহোমার তুলসায় জন্ম নেওয়া কাইলি ভিক্সেন মিডিয়া গ্রুপ এবং ব্রেজার্সের ২০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন।