ক্যাবে বসে শালীনতার গণ্ডি পার নেশায় মত্ত মহিলা যাত্রীর! ভাইরাল ভিডিওতে ক্ষোভ নেটপাড়ায়

সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে এক মত্ত মহিলা যাত্রী ক্যাবের ভেতর অশালীন আচরণ করছেন। চালকের বারবার নিষেধ সত্ত্বেও তিনি মদ্যপান করে বোতল ছুঁড়ে ফেলেন গাড়ির বাইরে। যাত্রীদের এমন কাণ্ডে রীতিমতো বিরক্ত হন ক্যাবচালক। নিজের সুরক্ষার স্বার্থে তিনি গাড়ির ড্যাশবোর্ডে ক্যামেরা লাগিয়েছিলেন, আর তাতেই ধরা পড়ে মত্ত যাত্রীর সব কীর্তি।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেছেন যে, চালকের গোপনীয়তার বিষয়টির থেকেও বেশি জরুরি হল যাত্রীদের এমন অভব্য আচরণের প্রমাণ রাখা। চালকের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন বহু মানুষ। তাঁদের মতে, যাত্রী সুরক্ষার পাশাপাশি চালকদেরও এমন অভদ্র সওয়ারিদের থেকে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *