কোচবিহারে পরকীয়ার জেরে যুবককে মারধর, বাসস্ট্যান্ডে তুলকালাম
July 4, 20257:27 pm

প্রেমিকার হবু বউদির পাতা ফাঁদে পা দিয়ে কোচবিহার বাসস্ট্যান্ডে গণধোলাই খেলেন এক যুবক। দুই সন্তানের জননী এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমের অভিযোগে এই ঘটনা ঘটে। জানা গেছে, বাসে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর পরিবারের সন্দেহ হলে, তার হবু বউদি খোঁজ নিয়ে জানতে পারেন তারা ফালাকাটার একটি হোটেলে রাত কাটিয়েছেন।
এরপর তরুণীর হবু বউদি প্রেমের অভিনয় করে ওই যুবককে কোচবিহার বাসস্ট্যান্ডে ডেকে পাঠান। যুবক সেখানে পৌঁছালে প্রেমিকার দাদা ও হবু বউদিকে দেখে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় পড়ে গিয়ে তার মুখ ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে। পরে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে বক্সিরহাটের ওই যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়।