যুদ্ধংদেহী মেজাজে বায়ুসেনা, পাক সীমান্তে বড় মহড়া
July 4, 20257:30 pm

ভারতীয় বায়ুসেনা আগামী ৯ ও ১০ জুলাই রাজস্থানের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এক বিশাল মহড়ার প্রস্তুতি নিচ্ছে। যোধপুর ও বারমের সেক্টরে আয়োজিত এই মহড়া পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থিত, যা করাচির বিমান চলাচল রুটের কাছাকাছি। এই মহড়ার জন্য ভারত ‘নোটিস টু এয়ারম্যান’ (NOTAM) জারি করে সংশ্লিষ্ট আকাশসীমা সংরক্ষিত করেছে।
সূত্রের খবর অনুযায়ী, ‘অপারেশন সিন্দুর’-এর পর বায়ুসেনার তৎপরতা ও পাকিস্তানের যেকোনো সম্ভাব্য পদক্ষেপের জবাব দেওয়ার ক্ষমতা যাচাই এবং শক্তিশালী করার লক্ষ্যেই এই অনুশীলন। এতে রাফাল, সুখোই-৩০, মিরাজ ২০০০-এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম অংশ নেবে। এই মহড়া ভারতীয় বায়ুসেনার শক্তি প্রদর্শন করে শত্রুদের মধ্যে ভয়ের সঞ্চার করবে।