স্ত্রী পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে খুন, গ্রেফতার প্রেমিক
July 4, 20257:32 pm

উত্তরপ্রদেশের মথুরায় বিবাহ-বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রেমিকের সাহায্যে নিজের স্বামী গোবিন্দকে খুন করেছেন স্ত্রী। গত ১ জুলাই রাতে কোসীকলাঁ থানা এলাকার এইঞ্চ গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে গোবিন্দকে খুন করা হয়। তদন্তের পর পুলিশ তাঁর স্ত্রী ও প্রেমিক গুঞ্জার ওরফে গুলজারকে গ্রেফতার করেছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে গুঞ্জার জানিয়েছে, গোবিন্দের স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গোবিন্দ এই সম্পর্ক জানতে পেরে প্রতিবাদ করলে, তাকে সরিয়ে দেওয়ার জন্য প্রেমিকা তাকে খুন করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই গুঞ্জার ধারালো অস্ত্র দিয়ে গোবিন্দকে হত্যা করে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকেই গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।